সফল সমিতির সাফল্যগাঁথা: মাধবকাটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ
ভূমিকা:
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিভৃত পল্লী মাধবকাটি গ্রামের সাধারণ মানুষ আর্থিক সংকটকালে দিশাহারা অবস্থায় নিরুপায় হয়ে গ্রাম্য মহাজনদের নিকট হতে চড়াসুদে ঋণ গ্রহণ করত। পরবর্তীতে সুদের টাকা দিতে দিতেই তাঁরা সর্বস্বান্ত হয়ে গ্রামছাড়া উদ্বাস্তুতে পরিণত হত। এ অবস্থা হতে গ্রামের সাধারণ মানুষকে বাঁচাতে ঐ গ্রামের সাধারণ কয়েক জন যুবক মাত্র পয়ষট্টি টাকা একত্রিত করে একটি সমবায় সমিতি গঠণ কারার সিদ্ধান্ত গ্রহণ করেন।২০১২ সালে সমিতিটি ‘মাধবকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ’ নামে সমবায় অধিদপ্তর হতে নিবন্ধন লাভ করে। নিবন্ধনের পর হতেই সমিতির কার্যক্রম সবসময় অত্যন্ত গতিশীল ছিল। দিন দিন সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমিতির মূলধনও যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। সমিতিটি এলাকার মানুষের আস্থা অর্জন করে এবং সদস্যদের কাঙ্ক্ষিত আর্থ-সামাজিক উন্নতিতে যথেষ্ট পরিমাণ সফলতা অর্জনে সমর্থ হয়। এ ছাড়াও সমিতিটি বিগত ১০ বছরের মধ্যে সমবায় ক্ষেত্রে আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা উন্নয়ন ছাড়াও সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাঙ্ক্ষিত পর্যায় উন্নীত হয়েছে।
উদ্দেশ্য ও লক্ষ্য: মাধবকাঠি গ্রামটি বিল পরিবেষ্টিত অনুন্নত একটি গ্রাম। গ্রামের অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ ও মৎস্যচাষ। সমিতিটি শুরু থেকেই গ্রামবাসীকে মহাজনী ঋণ কারাবার থেকে বের করে তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। সমিতির উদ্দেশ্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির বিবরণ নিম্নরূপ:
সমিতির তথ্য:
ক্রমিক নং |
নাম |
পদবী |
নির্বাচনের তারিখ |
১. |
জনাব পরেশ মন্ডল |
সভাপতি |
৩০/০৯/২০২২ খ্রি. |
২. |
জনাব সুধান্য মন্ডল |
সহ-সভাপতি |
|
৩. |
জনাব জহিরুল মল্লিক |
সম্পাদক |
|
৪. |
জনাব প্রতাপ কুমার মন্ডল |
সদস্য |
|
৫. |
জনাব ঝরনা মন্ডল |
সদস্য |
|
৬. |
জনাব স্মৃতি মন্ডল |
সদস্য |
|
৭. |
জনাব অনুপ মন্ডল |
সদস্য |
|
৮. |
জনাব অশিত মন্ডল |
সদস্য |
|
৯. |
জনাব পঞ্চরাম মন্ডল |
সদস্য |
কর্মসংস্থান: সমিতিতে বর্তমানে ৫ জনের কর্মসংস্থান সৃষ্ঠি হয়েছে। সমিতির ১০৫ জন সদস্যের স্ব-কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
সমিতির উল্লেখযোগ্য কার্যক্রম:
প্রশিক্ষণ:
সমিতিতে নিয়মিত কৃষি বিষয়ক, মৎস্যচাষ মা ও শিশুস্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এছাড়াও সমবায় দপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমিতির সদস্যদের আঞ্চলিক সমবায় শিক্ষায়তনে প্রশিক্ষণের জন্য সদস্যদের প্রেরণ করা হয়।
আর্থ-সমাজিক উন্নেয়নে ভূমিকা:
সদস্যদের আর্থিক ও সমাজিক উন্নয়নের জন্য ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সার্বিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সমিতির কারণে সামজিকভাবে গ্রামের মানুষের অবস্থার উন্নতি হচ্ছে। গ্রামের সকল শিশুকে শিক্ষিত ও আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সমিতির ব্যবস্থাপনায় খাবার ও শিক্ষার জন্য পাঠদান কেন্দ্র গঠনের কার্যক্রম পরিকল্পনাধীন রয়েছে। সমিতির যে সকল সদস্য তাদের সন্তানদের বাল্য বিবাহ করাবেন তারা সমিতির সদস্যপদ হারাবেন এই বার্তার মাধ্যমে সমিতি বাল্য বিবাহ রোধের চেষ্টা করছেন। শরুতে ৬৫/- টাকা পুঁজি দিয়ে যাত্রা শরু করলেও সমিতিতে বর্তমানে কার্যকরী মুলধনের পরিমাণ প্রায় 3 (তিন কোটি) টাকা এবং সমিতির ক্রয়কৃত জমির পরিমাণ প্রায় ৩(তিন) একর। সমিতে বর্তমানে সদস্যদের আর্থিক সহায়তা ও উৎপাদনশীল খাতে ঋণ প্রকল্প, মৎস্যচাষ প্রকল্প, গাভী পালন, গুরমোটাতাজা করণ প্রকল্প, সবজি চাষ প্রকল্প, বৃক্ষরোপণ প্রকল্প, শিক্ষা প্রকল্প চালু রয়েছে এবং সদস্যদের মধ্য হতে ৫ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান ও ২২৫ জনের পরোক্ষভাবে স্ব-কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। করোনাকালে সমিতি গ্রামবাসীকে বিভিন্ন সহায়তাসহ খাদ্য সহায়তা প্রদান করেছেন। সমিতিটি এলাকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালণ করছে। সমিতির কাজের স্বীকৃতিস্বরূপ একাধীকবার স্থানীয় পর্যায়ে ও জেলা পর্যায়ে সমিতিটি পুরস্কার পেয়েছে।
পরিশেষে বলা যায়, এই সমিতির সাফল্যে উজ্জীবিত হয়ে উপজেলায় বহু স্ব-উদ্যোগী ও আত্মনির্ভরশীল সফল সমবায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন মাধবকাটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ অন্য সমবায় প্রতিষ্ঠানের কাছে অনুসরণীয়, অনুকরণীয় হয়ে খুলনা জেলায় সমবায় আন্দোলনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস